Nusrat Jahan on Thakurpukur Accident: ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে…’, ঠাকুরপুকুরকাণ্ডে সরব নুসরত!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর দুর্ঘটনা (Thakurpukur Accident) ঘিরে উত্তাল গোটা টলিউড (Tollywood)। মদ খেয়ে গাড়ি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষেরাও। এর জেরে বুধবারই সিরিয়াল থেকে বাদ পড়েছে ঋ সেন (Rii Sen) ও স্যান্ডি সাহা (Sandy Saha)। এবার এই ঘটনা প্রসঙ্গে সরব হলেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। নুসরত জাহান ও যশ দাশগুপ্তের আগামী ছবি ‘আড়ি’। সেই ছবির প্রচারেই মাঝেই একটি ছবি পোস্ট করেন নুসরত। সেখানে…








