নুসরতের পরনে সোনালি পাড়ের দক্ষিণী সুতির শাড়ি, কানে ঝুমকো, হাতে লাল কাচের চুড়ি, সিঁথিতে সিঁদুর। আর যশের পরনে সাদা পাঞ্জাবির সঙ্গে সাদা ধুতি, গলায় রং মিলিয়ে সদা উত্তরীয়। তিরুপতির বালাজি মন্দিরে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। কিন্তু হঠাৎ অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে কেন গিয়েছেন যশ-নুসরত। ব্যাপার কী?
একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে, ছবিতে যশ-নুসরত দুজনের হাতেই রয়েছে একটি চিত্রনাট্য, যেখানে লেখা ‘আড়ি’। খুব শীঘ্রই নিজেদের প্রযোজনা সংস্থার প্রযোজনায় ‘আড়ি’ ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন তাঁরা। আর সেই কারণেই গিয়েছিলেন বালাজি দর্শনে।
ছবিতে কখনও তাঁদের বালাজি মন্দিরের সামনে আলাদা আলাদা ভাবে ছবি তুলতে দেখা গিয়েছে। কখনও আবার তাঁরা পাশাপাশি দাঁড়িয়ে ‘আড়ি’র চিত্রনাট্য হাতে নিয়ে ছবি তুলেছেন। কখনও দুজনকে একসঙ্গে মন্দিরের সামনে রাখা প্রদীপ জ্বালাতে দেখা যাচ্ছে। বলাই বহুল্য ‘আড়ি’ আসন্ন। জানা যাচ্ছে, শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু করবেন তারকা দম্পতি। প্রসঙ্গত, প্রতিবারই নতুন ছবির কাজ শুরু করার আগে তাঁরা বালাজি দর্শন করেন,আশীর্বাদ নিতে যান, এবারও তার অন্যথা হল না। ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে নুসরত ক্যাপশানে লিখেছেন, ‘আমাদের আড়ি-র জন্য আশীর্বাদ নিতে গিয়েছিলাম।’
সোমবার তিরুপতি গিয়েছিলেন যশ-নুসরত। পুুজো দিয়ে বুধবার ইতিমধ্যেই কলকাতায় ফিরেছেন তাঁরা। প্রসঙ্গত যশ-নুসরত প্রযোজনা সংস্থার অধীনে এর আগে ‘সেন্টিমেন্টাল’ ছবিটি তৈরি হয়েছিল। যদিও সেই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। তবে সম্প্রতি স্টার জলসার পর্দায় দেখা গিয়েছে যশ-নুসরতের সেই ছবিটি। আর এবার ‘আড়ি’ তাঁদের প্রযোজনায় দ্বিতীয় ছবি হতে চলেছে। এই ছবিতে অভিনয় করার কথা রয়েছে জনপ্রিয়, বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। মা-ছেলের গল্প বলতে চলেছে এই ছবি।
(Feed Source: hindustantimes.com)