Thakurpukur Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনায় বড় আপডেট! ‘মদ্যপ’ পরিচালক ভিক্টোকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর দুর্ঘটনায় (Thakurpukur Accident) পরিচালকের দায়িত্বরজ্ঞানহীনতায় অবাক সকলেই। এই ঘটনায় ট্রাফিক বিভাগের হাত থেকে এই অনিচ্ছাকৃত খুনের মামলার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিস। জেরায় অভিযুক্ত ভিক্টোর কথা শুনে অবাক পুলিস। এতদিন ভিক্টো (Victo) ছিলেন পুলিসি হেফাজতে। বুধবার থেকে তাঁকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে। আগামি ৩০ এপ্রিল অবধি আলিপুর কেন্দ্রীয় সংশোধানাগারে (Alipore Jail)। গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। জানা যায়,…


