Siliguri News: ইন্ডিয়ান আর টিবেটিয়ান ফ্লেভারের জমাটি ফিউশন, খেয়ে দেখুন ‘ককটেল মোমো’, রইল হদিশ
পুজোর সময় প্রিয়জনকে সঙ্গে নিয়ে ককটেল মোমোর স্বাদ উপভোগ করতে আসতেই হবে এই ঠিকানায়।নতুন স্বাদের ককটেল মোমো শিলিগুড়ি: শিলিগুড়ি মানেই মোমোর শহর। পাহাড়তলির এই শহরের মোমো সকলেরই খুব প্রিয়। শহরাঞ্চলে তিব্বতি এই মোমো দাপিয়ে খাচ্ছে সকলে। মোমোর নানা ভ্যারাইটির কথাও সকলেরই জানা। চিকেন মোমো, ফ্রাই মোমো, পনির মোমো সবটাই হলো কিন্তু এ এক অন্য স্বাদের মোমো। ককটেল মোমো খেয়েছেন কখনও? শিলিগুড়ির এক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে নতুন স্বাদের ককটেল মোমো। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই জিভে জল আনা এই…