Durga Puja 2023: শেষ চিঠি | ফিচার | চন্দ্রা রায়
চন্দ্রা রায় সারা সকাল তিথির সংসারে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যায়। তারপর সায়ন অফিসে আর ছেলে স্কুলে বেড়িয়ে গেলে সারা বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তখন তার অখণ্ড অবসর। চাকরি করা হয়নি, সেই দুঃখ ভুলতে সপ্তাহে তিন দিন একটা কোচিং সেন্টারে পড়াতে যায়। এতেই তার মানসিক শান্তি। বাকি সময় কাটে বই পড়ে, গান শুনে আর লেখালেখি করে। একা থাকার মুহুর্তে মাঝেমাঝেই অতীত স্মৃতি তাকে নিয়ে যায় সুদূর অতীতে আর তখনই প্রাণের স্পন্দনে স্পন্দিত হয় জীবনের আনন্দ মুহুর্ত। মনে…