১২৭টি দৃশ্য বাদ, ছবির নাম বদলের নির্দেশ! ফের বিতর্কে দিলজিৎ দোসাঞ্জের নতুন সিনেমা
কলকাতা : ফের আরেকবার বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। ২০২৫ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি ‘পঞ্জাব ৯৫’। এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও। জসবন্ত সিং খালরার জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। এটি মূলত একটি পিরিয়ড ড্রামা। জসবন্ত সিং খালরা একজন মানবাধিকার কর্মী। পঞ্জাবের হাজার হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা সবার সামনে। কিন্তু এই ছবিই এখন চর্চার কেন্দ্রে। সেন্সর বোর্ডের কোপে পড়েছে এই ছবি। প্রথমে এই সিনেমার নাম হওয়ার কথা ছিল ‘ঘালুঘারা’। তবে…

