জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঞ্জাবি গায়ক হিসেবে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) নিজেকে নিয়ে গিয়েছেন আলাদাই উচ্চতায়। তাঁকে গ্লোবাল আইকন হিসেবেই দেখা হয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্য়ান্ড দেখেছে গায়ক-অভিনেতা দিলজিতের কামাল।
এবার দিলজিৎ Dil-Luminati Tour করছেন ভারতে। বেছে নিয়েছেন ১০ শহর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবপুত্তর দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে কনসার্ট করবেন। দিলজিৎ শুরু করেছেন দেশের রাজধানী দিয়ে।
তিনদিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) দিলজিত ঝড়ে লন্ডভন্ড হয়েছে দেশের গর্বের এই স্টেডিয়াম। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই স্টেডিয়ামে মূলত ফুটবল খেলা হলেও, এটি কিন্তু মাল্টি স্পোর্টস স্টেডিয়াম। ভুললে চলবে না, ফিফা-র আন্তর্জাতিক মানের এই মাঠে কিন্তু ২০১৭ সালে হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও। এই মাঠই পঞ্জাব এফসি-র হোমগ্রাউন্ড। চলছে আইএসএলের ম্য়াচও। প্রায় ৪০ হাজার দিলজিৎ ফ্য়ানদের অত্যাচারে মাঠ আর চেনাই যাচ্ছে না।
দিল্লির মিডল ডিসটান্স রানার বিন্ত সিং, ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর ভিডিয়োতে দেখা যাচ্ছে ট্র্য়াকের চারপাশে আবর্জনার স্তূপ। পড়ে রয়েছে মদের বোতলও! দিলজিৎ শো করবেন বলেই সাতদিন ট্রেনিং করতে পারেননি বিন্তরা। তিনি ভিডিয়োতে বলেছেন, ‘দেখুন এটাই ভারতের খেলাধুলার অবস্থা! দেশের ক্রীড়াবিদ ও স্টেডিয়ামের অবস্থা। চার বছর অন্তর কিছু জিনিয়াসকে পাওয়া যাবে, যারা অলিম্পিক্সে ভারতের পদক না পাওয়ার বিষয়ে আঙুল তুলবেন। এদেশে ক্রীড়াবিদদের সম্মান ও সমর্থন নেই।’ বিন্তের ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
পরিস্থিতি বেগতিক বুঝে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মাঠে নামে। তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠ পরিষ্কার করে ফের আগের চেহারায় ফিরিয়ে এনেছে। সাই জানিয়ে দিয়েছে যে, আগামী ৩১ অক্টোবর আইএসএলে পঞ্জাব ও চেন্নাইয়িনের খেলা আয়োজন করার জন্য় তৈরি।
(Feed Source: zeenews.com)