Anisha Padukone Marriage: দীপিকার বোনের বিয়ে বাঙালিবাড়িতে, আরও গাঢ় কলকাতা কানেকশন! পরম আত্মীয় সানি দেওল-ও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ছোট বোন অনিশা পাড়ুকোন এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, অনিশা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন আচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রোহন আচার্য হলেন কিংবদন্তি পরিচালক বিমল রায়ের নাতি এবং দিশা আচার্যের ভাই। দিশা হলেন সানি দেওলের ছেলে, করণ দেওলের স্ত্রী। ফলে এই বিয়ের মাধ্যমে পাড়ুকোন ও দেওল দুই পরিবারের মধ্যে তৈরি হচ্ছে প্রসারিত পারিবারিক সম্পর্ক। বেঙ্গালুরুতে বাবা-মা, প্রাক্তন ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন ও উজ্জালা পাড়ুকোনের…









