Natural Disaster: জলের তলায় স্পেন, মৃত্য়ুমিছিল!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের পৃথিবীতে জলবাযুর খামখেয়ালিপনা একের পর এক বিপদ ডেকে এনেছে । শুকিয়ে যাচ্ছে অ্যামাজন। বালিময় সাহারার অনেকাংশ ঢাকছে সবুজ গাছপালায়। হিমালয়ে বরফ অথবা আন্টার্টিকার গ্লোসিয়া গলছে ক্রমশ। ফুসছে সাগর। ঝড়ের আনাগোনা। এখন তাই প্রায় রোজের ঘটনা। সেই বিপর্যয়েই আর এক রূপ দেখালো ইউরোপ। ভেসে গেলো স্পেন । প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ তাঁদের উদ্ধারের কাজ চলছে । ভারি…