কোনটা বেশি ফিল্মি? সোনা চুরির কাণ্ড না কি চোরের ধরা পড়ার ঘটনা! শোরগোল কাঁথিতে
কাঁথি: বড়সড় সোনা চুরির ঘটনার কিনারা হল ভিনরাজ্য ওড়িশায়! পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ীর কাছ থেকে সোনার গয়না-সহ টাকার ব্যাগ ছিনতাই হয়েছিল। সবই শেষ পর্যন্ত উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া আংটি, নেকলেস, হার মিলিয়ে দু-শো গ্রাম সোনা-সহ আশি হাজার টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে ভিন রাজ্যের বাসিন্দা দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, গত বছর অক্টোবর মাসে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে এক স্বর্ন ব্যবসায়ী দোকান বন্ধ করে ব্যাগে দোকানের গয়না-সহ টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই দুই দুষ্কৃতী বাইকে…