রাখি উপলক্ষ্যে ভাই বোনদের সঙ্গে একফ্রেমে অর্জুন, তবুও কাদের মিস করলেন তিনি?
মাসের একদম শেষটা ভাই বোনের সম্পর্ক উদযাপনের দিন দিয়েই শেষ হল। এই দিন গোটা দেশ রাখির আমেজে ভেসে গিয়েছিল। ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে উদযাপন করেন এই বেঁধে বেঁধে থাকার উৎসব, রক্ষা করার বন্ধন। আর এ হেন বিশেষ দিনটি উদযাপন করতে ভুললেন না অর্জুন কাপুরও। তিনিও তাঁর ভাই বোনদের সঙ্গে দিনের একদম শেষে রাখি উদযাপনে মেতে ওঠেন। যদিও তাঁদের কাপুর বংশের অনেকেই ছিলেন না তবুও জানালেন যাঁরা ছিলেন এদিন তাঁরা ভীষণই মজা করেছেন। আর যাঁরা ছিলেন না তাঁদের মিস…