Alia Bhatt: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ আলিয়া উধাও! দূরত্ব নাকি বিচ্ছেদের ইঙ্গিত? শোরগোল নেটপাড়ায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাপুর পরিবারের বহু প্রতীক্ষিত ডকুমেন্টারি ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’–এর ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। করিনা কাপুর খান, রণবীর কাপুর, করিশমা কাপুর-সবাইকে দেখা গেল এক ফ্রেমে। কিন্তু নজর কাড়ল একটাই বিষয়-আলিয়া ভাটের অনুপস্থিতি। ট্রেলার ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়ে দেন অনেকেই। এই আলোচনা আরও জোরালো হয় যখন সোমবার আলিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেন। তাঁর এই আনন্দময় বার্তায় স্পষ্ট, তিনি প্রকল্পটি নিয়ে খুশি। তবে নেটিজেনদের প্রশ্ন একই জায়গায়-খুশি হলেও কী কারণে…


)
)





