‘নির্বাচনে হারার পরে গিয়েছিলেন সিনেমা দেখতে’.. কপূর পরিবারকে অজানা এক গল্প শোনালেন মোদি
কলকাতা: নরেন্দ্র মোদির ডাকে সদ্যই গোটা কপূর পরিবার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। রাজ কপূরের ১০০ বছরের জন্মদিন উদযাপনে এদিন গোটা কপূর পরিবারকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর সেখানেই তাঁরা কাটালেন গোটা একটা সন্ধে। আলোচনা করলেন বিভিন্ন বিষয়ে। আর তার মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে রইলেন রাজ কপূর। তাঁর ছবি কীভাবে অনুপ্রাণিত করেছে বছরের পর বছর ধরে, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ে কীভাবে আশার আলো দেখিয়েছে, সেই গল্পই উঠে এল প্রধামন্ত্রীর কথায়। আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে,…