Tv Actress Molestation Case: পানীয়ে মাদক মিশিয়ে অশ্লীল শ্যুট, পুলিসে অভিযোগ টেলি-অভিনেত্রীর! গ্রেফতার পরিচালক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌন হয়রানি, প্রতারণা এবং ভয় দেখানোর অভিযোগে অভিনেতা, পরিচালক ও প্রযোজক বি আই হেমন্ত কুমারকে বেঙ্গালুরুতে গ্রেফতার করেছে রাজাজিনগর পুলিস। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন টেলিভিশন অভিনেত্রী (Tv Actress)। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, ২০২২ সালে হেমন্ত কুমার তাঁর কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন। ‘তিন’ নামের একটি ছবিতে প্রধান চরিত্রের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়। এই বাবদ ২ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি হয়, যার মধ্যে ৬০,০০০ টাকা অগ্রিম…

)








