Purba Bardhaman News: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা ১৪ বছরের নাবালিকা, প্রতিবেশীর আমৃত্যু কারাবাস! বর্ধমানে নির্দেশ আদালতের
সাজাপ্রাপ্ত নাবালিকার পরিচিত। ধর্ষণের ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেই মামলায় বিচারক এই সাজা ঘোষণা করেছেন। ধর্ষণের ফলে বছর চোদ্দোর নাবালিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় প্রতিবেশীকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল বর্ধমানের পকসো আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরও একবছর কারাবাস করতে হবে সাজাপ্রাপ্তকে। এ ছাড়াও পকসো অ্যাক্টের বিধান অনুযায়ী নাবালিকার পুনর্বাসন ও তার কল্যাণের জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী গৌতম কুমার মুখোপাধ্যায় বলেন,…







