Wrestlers Protest: প্রতিবাদী সাক্ষী-ভিনেশদের এশিয়ান গেমসে খেলা নিয়ে তৈরি হল জটিলতা! কিন্তু কেন?

Wrestlers Protest: প্রতিবাদী সাক্ষী-ভিনেশদের এশিয়ান গেমসে খেলা নিয়ে তৈরি হল জটিলতা! কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরই সেপ্টেম্বরে শুরু এশিয়ান গেমস (Asian Games 2023)। কিন্তু শরীরচর্চা ও অনুশীলন ছেড়ে দিনের পর দিন প্রতিবাদ মঞ্চেই কাটিয়েছেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী দেশের প্রথমসারির কুস্তিগীররা। ফলে সাক্ষী মালিক (Sakkhi Malik)-ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-বজরং পুনিয়াদের (Bajrang Punia) রিং-এ নামা নিয়ে তৈরি হল তীব্র জটিলতা। কিন্তু কেন? কোন বিশেষ কারণে এমন পরিস্থিতি তৈরি হল?

এশিয়ান গেমসের জন্য কুস্তিগীরদের নাম পাঠানোর চূড়ান্ত সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত। অথচ, প্রতিবাদী কুস্তিগীররা দীর্ঘদিন অনুশীলনের মধ্যে নেই। এমনকী গত প্রায় মাস দু’য়েক ন্যূনতম শারীরিক কসরতটুকু করতে পারেননি তাঁরা। যার ফলে সাক্ষী মালিক-ভিনেশ ফোগাট-বজরং পুনিয়ারা এই মুহূর্তে ট্রায়াল দেওয়ার মতো জায়গায় নেই। সেইজন্য এশিয়ান গেমসের কুস্তির দল চূড়ান্ত করতে পারছে না ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)।

এশিয়ান গেমসের জন্য দল ঘোষণার চূড়ান্ত সময়সীমা বাড়ানোর জন্য ইতমধ্যেই এশিয়ান অলিম্পিক্স সংস্থার কাছে আবেদন জানিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে এশিয়ান অলিম্পিক্স সংস্থা। অর্থাৎ ১৫ জুনের মধ্যেই নাম জমা দিতে ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে। অথচ, কুস্তি সংস্থার অচলাবস্থা এখনও পুরোপুরি কাটেনি। তবে আন্দোলনকারী কুস্তিগীররা অনুশীলন শুরু করে দিয়েছেন। হরিয়ানার সোনপতের সাই (SAI) কমপ্লেক্সে প্রস্তুতি শুরু করেছেন বিনেশ ফোগাট, সঙ্গীতা ফোগাটরা। সাইয়ের অন্য একটি কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছেন বজরং পুনিয়াও। তাতেও ১৫ জুলাইয়ের মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করার ব্যাপারে নিশ্চিত নন কেউই।

বজরং, ভিনেশরা চাইছিলেন এশিয়ান গেমসের জন্য ট্রায়াল হোক অগাস্টে। কিন্তু ভারতের জন্য এতদিন অপেক্ষা করতে রাজি নয় এশিয়ান অলিম্পিক্স সংস্থা। তাদের  দাবি, ৪৪টি দেশের মধ্যে শুধু একটি দেশের কথা ভেবে নাম জমা দেওয়ার তারিখ পিছনো সম্ভব নয়। ফলে বজরংদের যোগ্যতা অর্জন করতে হবে ১৫ জুলাইয়ের আগেই। এর আগে নিজেদের প্রস্তুত করতে পারলে ভালো, আর সেটা না হল আসন্ন এশিয়ান গেমসে ভারতের তরফ থেকে কুস্তিগীরদের দল পাঠানো সম্ভব হবে না। ফলে পদক তালিকাতেও বড় ধাক্কা খাবে ভারত।

(Feed Source: zeenews.com)