জিতেন্দ্র কন্যার বিরুদ্ধে আনা অভিযোগ নস্যাৎ, কারণ ব্যাখ্যা Alt Balaji-র
মুম্বই: যাবতীয় অভিযোগ ওড়াল অল্ট বালাজি টেলিফিল্ম লিমিটেড। মূলত ওয়েব সিরিজ ‘গন্দি বাত’-এ অশালীন দৃশ্য রাখার জন্য বিখ্যাত বলিউড অভিনেতা জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও একতা কাপুরের নামে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এএলচি বালাজি প্রোডাকশের ওয়েব সিরিজ গন্দি বাত-তে নাবালিকা মহিলাদের দিয়ে অশালীন সিনেমায় অভিনয় করানোর জন্য, জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও তাঁদের মেয়ে একতা কাপুরের বিরুদ্ধে পকসো আইনে একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু অভিযোগ নস্যাৎ করে, অল্ট বালাজির দাবি, আইনি দিকগুলি মেনেই…