মুম্বই: যাবতীয় অভিযোগ ওড়াল অল্ট বালাজি টেলিফিল্ম লিমিটেড। মূলত ওয়েব সিরিজ ‘গন্দি বাত’-এ অশালীন দৃশ্য রাখার জন্য বিখ্যাত বলিউড অভিনেতা জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও একতা কাপুরের নামে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এএলচি বালাজি প্রোডাকশের ওয়েব সিরিজ গন্দি বাত-তে নাবালিকা মহিলাদের দিয়ে অশালীন সিনেমায় অভিনয় করানোর জন্য, জিতেন্দ্রর স্ত্রী শোভা কাপুর ও তাঁদের মেয়ে একতা কাপুরের বিরুদ্ধে পকসো আইনে একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু অভিযোগ নস্যাৎ করে, অল্ট বালাজির দাবি, আইনি দিকগুলি মেনেই সব কিছু করা হয়েছে। পকসো আইন-সহ যাবতীয় বিধি নিষেধ মেনে চলা হয়েছে। তাই অভিযোগটি সবদিক থেকেই ভূল।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে মুম্বইয়ের এমএইচ বি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ড সংহিতার ২৯৫-এ, তথ্য প্রযুক্তি আইন ও পকসো আইনের ১৩ ও ১৪ নম্বর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চলা ওই ওয়েব সিরিজে নাবালিকা মেয়েদের দিয়ে আশীলন দৃশ্য অভিনয় করানো হয়েছে। তবে বর্তমান বিতর্কিত ওই এপিসোডটি সংস্থার অ্যাপে ব্যবহার করা হচ্ছে না।
তবে একতা কাপুরের একটি ড্রামামূলক সিনেমা লাভ, সেক্স ও ধোঁকা-২ এপ্রিল মাসের ১৯ তারিখ সিনেমা হলে প্রকাশিত হয়েছে। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ওই সিনেমার পোস্টার প্রকাশ্য আসার পর বিতর্ক তৈরি হয়েছিল।২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়েছিল ওই সিরিজ। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক হতেই সেই শো বন্ধ করে দেওয়া হয়। মুম্বইয়ের বোরিভিলি থানায় বছর ৩৯ যোগগুরু স্বপ্নীল রেওয়াজী ‘অল্ট বালাজী’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশি সূত্রে খবর, একতা ও শোভার বিরুদ্ধে পকসো আইনের ১৩ এবং ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তথ্য প্রযুক্তি প্রতিরোধ আইনের ধারা ৬৭(এ), নারী নিষেধাজ্ঞা আইনের ২৯২ ও ২৯৩ এবং ২৯৫ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
(Feed Source: abplive.com)