হাউজ পার্টিতে শৌচাগারে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ! জনপ্রিয় অভিনেতাকে জামিন দিল আদালত
কলকাতা: তাঁর নামে দায়ের হয়েছিল ধর্ষণের মামলা। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার ও করা হয়েছিল। কিন্তু আজ সেই মামলায়, জামিন পেলেন বলিউড অভিনেতা। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিস কপূর (Ashish Kapoor) ধর্ষণের মামলায় জামিন পেলেন। দিল্লির তিস হাজারি আদালত অভিনেতা আশিস কপূরকে জামিন দিয়েছেন। আশিসের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণেতে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা। তাঁকে বিচারকের কাছে পেশ করার পরে, তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চলতে থাকে তদন্ত ও। তবে শুক্রবার, অতিরিক্ত দায়রা জজ…


