Tillotama Shome: ‘গাড়িতে প্যান্টের চেনটা খোলে, তারপর আমার হাতটা…’, ভয়াবহ যৌন হেনস্থার শিকার তিলোত্তমা সোম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সে এক ভয়াবহ অভিজ্ঞতা। এখনও সেই স্মৃতি মনে করে শিউরে ওঠেন অভিনেত্রী। দিল্লির রাস্তায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিলোত্তমা সোম। ‘মনসুন ওয়েডিং’ খ্যাত অভিনেত্রী তিলোত্তমা সোম এখন বলিউডের পরিচিত নাম। সম্প্রতি এক সাক্ষাত্কারে যৌন হয়রানির এক ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বাঙালি অভিনেত্রী। সাক্ষাৎকারে তিলোত্তমা জানান, শীতের দিল্লির রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, কোনও বাস পাচ্ছিলেন না। এদিকে সন্ধ্যে পেরিয়ে রাত নামবে দ্রুত। এমন সময় একটি গাড়ি তার কাছে এসে থামে এবং একদল…

