দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বন্ধ ঘরে ব্রিফকেসে মিলল দেহ
নয়াদিল্লি: দিল্লিতে (New Delhi) ফের হাড় হিম হত্যাকাণ্ড! নাবালিকাকে ধর্ষণ করে খুন! ব্রিফকেসে মিলল দেহ। নেহরু বিহারে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন! প্রতিবেশীর বন্ধ বাড়িতে ব্রিফকেসে নাবালিকার দেহ। গতকাল আত্মীয়ের কাছ থেকে বরফ আনতে গিয়ে নিখোঁজ, দাবি পরিবারের। বন্ধ বাড়ির দরজা ভেঙে ব্রিফকেস থেকে উদ্ধার নাবালিকার দেহ। শিশুর দেহে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন, জানাল দিল্লি পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ CFSL-এর টিমের। ফেরার প্রতিবেশী, অভিযুক্তকে ধরতে পুলিশের বিশেষ দল। এদিকে, উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলাকাণ্ডের…


)







