রায়দিঘি: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মহিলাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল মথুরাপুর থানার পুলিশ।
ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য হালদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে শুক্রবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, গত বুধবার সকালে নির্যাতিত মহিলার স্বামীকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফোন করে তাজপুর গ্রামের পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য হালদার। ঘর পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র চান পঞ্চায়েত সদস্য। পরে দুপুরে নির্যাতিতা মহিলার বাড়িতে যান অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। সেই সময় নির্যাতিত মহিলার স্বামী বাড়িতে ছিলেন না৷ মহিলা একাই বাড়িতে ছিলেন৷ আর সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এর পরেই নির্যাতিতা মহিলা ঘটনার কথা স্বামীকে জানালে বৃহস্পতিবার মথুরাপুর থানা অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে অভিযোগের পর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে। পাশাপাশি নির্যাতিত মহিলার মেডিক্যাল করানোর পর তাঁকে গোপন জবানবন্দির জন্য আদালতে পাঠায় পুলিশ। অবশ্য ধর্ষণের ঘটনায় নির্যাতিত মহিলার পাশে দাঁড়িয়েছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা ঘটনায় সরব হয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। অবশ্যই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন বিরোধীরা।
(Feed Source: news18.com)