Casting Couch: ‘মা-বোন-বান্ধবীকে দেখুন…’, কাস্টিং কাউচের ভিডিয়ো ফাঁস হতেই চটলেন অভিনেত্রী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ানণের (Shruthi Narayanan) ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে শ্যুট করা হয়েছে। কাস্টিং কাউচের (Casting Couch) ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর নীরব ছিলেন শ্রুতি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি। শ্রুতি বলেন, “এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কিছু মানুষের কাছে কেবল রসিকতা-মজার বিষয়।…