‘৫০০০০ থেকে ২ লক্ষ টাকা রেট’, কাস্টিং কাউচে নাম জড়াল অভিনেতা বিজয় সেতুপতির, ঠিক কী অভিযোগ?
নয়াদিল্লি: এবার কাস্টিং কাউচের অভিযোগ উঠল দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে। বছরের পর বছর নিজের ইচ্ছে মতো মেয়েদের ব্যবহার করে গিয়েছেন বিজয়। বিজয়ের হাতে পড়ে এক মেয়েকে রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছে বলে অভিযোগ। বিজয়ের বিরুদ্ধে এই অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ( Vijay Sethupathi Casting Couch Allegations) বিজয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন Ramya Mohan নামের এক তরুণী। তাঁর দাবি, বিজয়কে তাঁর অনুরাগীরা মাথায় তুলে রেখেছেন। দেবতা রূপে তাঁর পুজো করা হয়। কিন্তু বাস্তবে বিজয় মহিলাদের নিজের ইচ্ছেমতো ব্য়বহার করেন। বছরের…









