দ্বিতীয় বিয়ে, আগের পক্ষের বড় সন্তান! তবু সেফ-করিনার প্রেম যেন রূপকথা
তাঁরা বলিউডের অন্যতম হিট জুটি। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)। তাঁদের দীর্ঘ দাম্পত্য, দুই সন্তান, সব মিলিয়ে গোছানো সংসার তাঁদের। কিন্তু এই কাঁঠালের আঠার মতো দাম্পত্যের রহস্যটা কী? সদ্য আততায়ীর ছুরির আঘাতে আহত হয়েছিলেন সেফ আলি খান। তারপর থেকেই নিরাপত্তা বেড়েছে তাঁর। আর সেফের ওপর হামলা হওয়ার পরে এই প্রথম কোনও সাক্ষাৎকার দিলেন করিনা কপূর। জানালেন, তাঁদের সম্পর্ক ঠিক কেমন? করিনার কথায়, সেফের সঙ্গে তাঁর সম্পর্ক ভীষণ গভীর। কেবল স্বামী স্ত্রীর…