হাসপাতাল থেকে ছাড়া পেলেন, তবুও মাথায় আকাশ ভেঙে পড়ছে বিনোদ কাম্বলির
মুম্বই: দীর্ঘদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। বেশ তরতাজা লাগছিল তাঁকে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। ১৫ হাজার টাকা খরচ মেটাতে পারেননি বলে তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছে কাম্বলির থেকে। এমনকী বিলাসবহুল বাড়ির লোনও দিতে পারছেন না। তাই ঘরছাড়াও হতে পারেন বাঁহাতি প্রাক্তন এই ক্রিকেটার। সূত্রের খবর, কাম্বলি যে আইফোনটি ব্য়বহার করতেন সেটি খারাপ হয়ে যাওয়ার পর দােকানে সারানোর জন্য দিয়েছিলে। কিন্তু তা সারাতে প্রয়োজন ছিল ১৫…