তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির? গৌরীকে নিয়ে এবার থেকে মুম্বইতেই থাকবেন অভিনেতা
কলকাতা: এবার কি তৃতীয়বার বিয়ের পথে আমির খান (Aamir Khan)? তিনি যে সম্পর্কে রয়েছেন, সেই কথা নিজের ৬০ তম জন্মদিনে নিজের স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা। বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির, তা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। গৌরীর সঙ্গে সংবাদমাধ্যমের পরিচয় করিয়ে দিলেও, সেই সময়ে গৌরীর ছবি প্রকাশ করতে বারণ করেছিলেন আমির। তবে এরপরে, নিজেই গৌরীকে সঙ্গে করে ক্যামেরার সামনে এসেছেন আমির। তবে এবার জানা গেল, আর বেঙ্গালুরু নয়, গৌরীকে নিয়ে মুম্বইয়ের নতুন ঠিকানায় এসেছেন আমির। এর আগে আমির জানিয়েছিলেন,…



