Director’s Son Death: মর্মান্তিক! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর ছেলেকে হারালেন ‘সন অফ সর্দার’-খ্যাত পরিচালক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে ফের দুঃসংবাদ। এক ভয়ংকর দুর্ঘটনায় ছেলেকে হারালেন বলিউডের জনপ্রিয় পরিচালক অশ্বিনী ধীর। বয়স মাত্র ১৮ বছর। ২৩ নভেম্বর ভোর রাতে মুম্বইয়ের এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পরিচালকের ছেলে জলজ ধীর। স্বভাবতই পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘সন অফ সর্দার’খ্যাত পরিচালক। জানা যায় যে মুম্বইয়ের গোরেগাঁও ইস্টে জলজের বাড়িতে তিন বন্ধু ছিলেন। রাত ৩টে পর্যন্ত ভিডিও গেম খেলার পর খাবার জন্য ড্রাইভে বের হন তারা। খাবার খেতে বান্দ্রার সিদগি নামে এক জায়গায় থামেন। ভোর ৪টা…