King Title Reveal: রুপোলি চুল, কানে দুল! জন্মদিনে ‘KING’ খানের বড় চমক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান, আর এই বিশেষ দিনে তাঁর ভক্তদের জন্য এল এক দুর্দান্ত চমক। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স একসঙ্গে ঘোষণা করল শাহরুখের আগামী ছবির নাম কিং ‘KING’। ভিডিওটি প্রকাশ করেছেন জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’-এর পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করছেন। এই ভিডিয়োটি শুধুমাত্র ছবির টাইটেল রিভিল। ফলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এখন দ্বিগুণ। ‘KING’-এ নাকি দেখা যাবে এক সম্পূর্ণ নতুন রূপে শাহরুখ খানকে, যা দর্শক আগে কখনও দেখেননি।…



