নজর কাড়লেন রেখা, একাই এলেন জাহ্নবী! ইব্রাহিম-খুশির ছবির প্রিমিয়ারে তৈরি হল কত গল্প!
কলকাতা: আজ মুম্বইতে একটি বিশেষ স্ক্রিনিং ছিল ‘নাদানিয়া’ (Nadaaniyan) ছবিটির। এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন ইব্রাহিম আলি খান (Ibrahim ali khan) ও খুশি কপূর (Khushi Kapoor)। আর এই ছবির প্রিমিয়ারেই তৈরি হল কত ছোট ছোট গল্প.. প্রত্যেক প্রিমিয়ারের মতোই। আর সেই প্রিমিয়ারেই নজর কাড়লেন রেখা (Rekha)। একটি সাদা শাড়ি পরে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রেখা। সেখানে তিনি অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে দেখতে পেয়েই বুকে জড়িয়ে ধরেন। রেখার এই ব্যবহারে অবাক নেটদুনিয়া। জয়া বচ্চন ও রেখার সম্পর্কের তীক্ততার কথা…





