‘যেন দিল চাহতা হ্যায়র…’ ইব্রাহিমের বিজ্ঞাপন দেখে সইফের সঙ্গে হুবহু মিল পেল সবাই

‘যেন দিল চাহতা হ্যায়র…’ ইব্রাহিমের বিজ্ঞাপন দেখে সইফের সঙ্গে হুবহু মিল পেল সবাই

বলিউডে ডেবিউ করলেন সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে সিনেমা নয়। বিজ্ঞাপন দিয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। আর সেটা দেখেই তাঁর সঙ্গে তাঁর বাবা সইফ আলি খানের অল্প বয়সের হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

ইব্রাহিমের সঙ্গে সইফের হুবহু মিল পেল নেটপাড়া

একটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় ডেবিউ করলেন ইব্রাহিম। সেই বিজ্ঞাপনের একাধিক ছবি এদিন ভাইরাল হয়ে যায়। সেটা দেখেই নেটিজেনরা বলছেন তাঁকে সইফের থেকে বেশি সইফ লাগছে সেই বিজ্ঞাপনে। অনেকেই আবার দাবি করেছেন ৯০ দশকের সইফ আলি খানের মতো এখন ইব্রাহিম আলি খানকে দেখতে লাগে।

এক ব্যক্তি এই ছবি শেয়ার করে লেখেন, ‘অনেকটাই একরকম। অল্প বয়সের সইফকে ওয়েলকাম ব্যাক।’ আরেক ব্যক্তি লেখেন, ‘দিল চাহ্তা হ্যায় ছবিতে সইফকে যেমন লেগেছিল ইব্রাহিমকে ঠিক অমন লাগছে।’

তৃতীয় ব্যক্তি লেখেন, ‘সইফের নিজের থেকেও বেশি ওর মতো দেখতে।’ চতুর্থ জন লেখেন, ‘বাবা আর ছেলে তো কপি পেস্ট পুরো।’

প্রসঙ্গত কেবল ইব্রাহিম আলি খান নন। তাঁর দিদি সারা আলি খান যখন ডেবিউ করেছিলেন বলিউডে তখন শুরুর দিকে তাঁকে দেখেও অনেকে তাঁদের মা অমৃতা সিং বলে মনে করতেন।

ইব্রাহিম আলি খানের কাজ

এই বিষয়ে আরও একটি জিনিস জানিয়ে রাখা ভালো, ইব্রাহিম আলি খান শীঘ্রই বলিউডে ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী তাঁকে ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবিতে দেখা যাবে। তাও কাজলের সঙ্গে। সেই ছবির নাম হয়তো সরজমিন হতে পারে।

(Feed Source: hindustantimes.com)