Vikram Bhatt: ৩০ কোটির প্রতারণার মামলা! সস্ত্রীক পরিচালক বিক্রম ভাট গ্রেফতার মুম্বইয়ে…কী ঘটল হঠাত্?
আইভিএফ (IVF) জালিয়াতি মামলায় (IVF Fraud Case) পরিচালক বিক্রম ভাটকে (Vikram Bhatt Arrested) মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিস। এই মামলায় বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ভাট (Shwetambari Bhatt) এবং আরও ছয়জনের বিরুদ্ধে ইতোমধ্যেই লুকআউট নোটিস (Look out Notice) জারি করা হয়েছিল। গ্রেফতারি এবং অভিযোগ রিপোর্ট অনুযায়ী, রাজস্থান এবং মুম্বই পুলিসের যৌথ অভিযানে বিক্রম ভাটকে মুম্বইয়ে তাঁর শ্যালিকার বাসভবন থেকে আটক করা হয়। রাজস্থান পুলিস তাঁকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে বলে জানা গিয়েছে। মামলার ভিত্তি: উদয়পুরের ভূপালপারা…


