অজয়-কাজলের পরে অমিতাভ, কার্তিক, সারা… বি-টাউনে ‘অফিস পোশাক’ কেনার হিড়িক

অজয়-কাজলের পরে অমিতাভ, কার্তিক, সারা… বি-টাউনে ‘অফিস পোশাক’ কেনার হিড়িক

মাস কয়েক আগেই কয়েক কোটি টাকা দিয়ে অফিস ইউনিট কিনে হইচই ফেলে দিয়েছিলেন বি-টাউনের পাওয়ার কাপল অজয়-কাজল। এবার সেই পথেই হাঁটছেন খোদ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। পিছিয়ে নেই এই প্রজন্মের দুই তারকা সারা আলি খান এবং কার্তিক আরিয়ানও।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের আন্ধেরি শহরতলির ওশিওয়ারা এলাকার একটি কমার্শিয়াল প্রজেক্টে চারটি অফিস কিনলেন অমিতাভ বচ্চন। ৮৪০০ বর্গফুট এলাকায় বিস্তৃত এই অফিসগুলি কিনতে তিনি খরচ করেছেন প্রায় ২৯ কোটি টাকা। ওই একই প্রজেক্টে সম্পত্তি ক্রয় করেছেন কার্তিক আরিয়ান এবং সারা আলি খান। আর কয়েক মাস আগে এই প্রজেক্টেই অফিস ইউনিট কিনেছিলেন অজয় দেবগন।

ফ্লোরট্যাপ.কম-এর তথ্য বলছে, রিয়্যালটি ডেভেলপার বীর সাভারকর প্রজেক্টস-এ অফিস ইউনিট কিনেছেন বিগ-বি। গত ১ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাবদ স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৭২ কোটি টাকায় এই চুক্তিটা চূড়ান্ত করেছেন। তাঁর অফিস ইউনিটটি রয়েছে টাওয়ারের বাইশ তলায়।

এদিকে আবার ফ্লোরট্যাপ.কম-এ পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, অভিনেতা কার্তিক আরিয়ানও ১০ কোটি টাকা দিয়ে কিনেছেন সম্পত্তি। তাঁর অফিস ইউনিটটি ২১০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। তাঁর পাশাপাশি নিজের মা অমৃতা সিংয়ের সঙ্গে ৯ কোটি টাকায় একই মাপের একটি অফিস ইউনিট কিনেছেন অভিনেত্রী সারা আলি খান। কার্তিক এবং সারা দুজনের অফিসই রয়েছে টাওয়ারের পাঁচ তলায়।

জুলাই মাসেই মুম্বইয়ে জুহুর মতো অভিজাত এলাকায় ১৭.৫০ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন কার্তিক আরিয়ান। প্রেসিডেন্সি সোসাইটির সিদ্ধিবিনায়ক বিল্ডিংয়ের তিন তলার ওই বাড়িটির কার্পেট এরিয়া প্রায় ১৫৯৪ বর্গফুট। যদিও অভিনেতার আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে থাকেন তাঁর পরিবারের সদস্যরা।

গত জুলাই মাসেই প্রায় ২১০০ বর্গফুট জায়গা জুড়ে একটি অফিস ইউনিট কিনেছিলেন অভিনেত্রী কাজল। যার দাম পড়েছিল ৭.৬৪ কোটি টাকা। চলতি বছরের এপ্রিল মাসে ওই একই বিল্ডিংয়ে প্রায় ৪৫ কোটি টাকা দিয়ে পাঁচটি অফিস ইউনিট কিনেছিলেন অজয় দেবগন। ওই টাওয়ারের সতেরো এবং আঠারো তলায় ১৩২৯৩ বর্গফুট জায়গা জুড়ে প্রশস্ত রয়েছে তাঁর সেই অফিস ইউনিট।

রিয়েল এস্টেট বরাবরই বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম হয়ে থেকেছে। আর সেই কারণে বি-টাউনের তারকারাও এই ক্ষেত্রে বিনিয়োগ করছেন। এই সম্পত্তি কেনার প্রসঙ্গে কথা বলার জন্য সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অমিতাভ বচ্চন, সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের সঙ্গে। তবে কারও থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

(Feed Source: news18.com)