চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
পুরুলিয়া: চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! পুরুলিয়ার মানবাজারের ভিডিও ভাইরালে জোর বিতর্ক। কাঠগড়ায় মানবাজার এলাকার তৃণমূল নেতা কিশোর মাহাতো । যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কিশোর মাহাতোর। ছবি ভাইরাল করে বদনাম করার চেষ্টা, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। ‘তৃণমূল মানেই চাকরি-দুর্নীতি’, কটাক্ষ বিজেপি সাংসদের । ‘দল অনৈতিক কাজ সমর্থন করে না’, পালটা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্য়ানার্জি?…