The Bengal Files Box Office Collection Day 1: ওপেনিংয়েই মুখ থুবড়ে পড়ল বিবেকের ‘বেঙ্গল ফাইলস’, হিমেশের ‘ব্যাডঅ্যাস রবিকুমার’-এর চেয়েও কম আয়!
The Bengal Files Box Office Collection Day 1: কথায় আছে ‘যত গর্জে তত বর্ষে না’। বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) গত শুক্রবার মুক্তির পর এই কথাই মনে করিয়ে দিল। প্রথম দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বিতর্কিত’ এই রাজনৈতিক থ্রিলার! প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্য কম আয় করেছে অবশেষে মুক্তি পাওয়া ‘বেঙ্গল ফাইলস’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক এন্টারটেন্টমেন্টের প্রাথমিক অনুমান অনুসারে, বিবেকের ছবির প্রথম দিনে আয় করেছে প্রায় ১.৭৫ কোটি (The Bengal Files Box…







