The Bengal Files Row: তথ্যবিকৃতি আর মিথ্যেয় ভরা ‘বেঙ্গল ফাইলস’! অভিযোগ তুলে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আদালতে ‘গোপাল-পাঁঠার’ নাতি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে ধুন্ধুমার। ট্রেলার লঞ্চ থেকেই এই ছবি ঘিরে বিতর্ক শুরু। এরই মাঝে ছবির অন্যতম চরিত্র গোপাল মুখার্জির (Gopal Mukherjee) নাতি শান্তনু মুখার্জি পরিচালকের বিরুদ্ধে দায়ের করলেন এফআইআর। শান্তনু অভিযোগ করেছেন যে বিবেক অগ্নিহোত্রী তাঁর ঠাকুরদার পরিচয় বিকৃত করে সিনেমায় ভুলভাবে উপস্থাপন করেছেন। গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঁঠা নামেই বেশি পরিচিত, ছিলেন বাঙালি স্বাধীনতা সংগ্রামী। ১৯৪৬ সালের দাঙ্গা নিয়ন্ত্রণে এবং হিন্দুদের রক্ষা…




