ভোটার তালিকায় গরমিলের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন
কলকাতা: ফের এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘বিজেপি নিয়ে এসেছে এসআইআর, মানুষ করবে এফআইআর’। আজ থেকেই ভোটপ্রচার ঝড় অভিষেকের। চলতি মাসেই করবেন ২৬টি সভা। আজ বারুইপুরের মঞ্চে চমক। মঞ্চ থেকে মানুষের কাছে পৌঁছতে থাকছে RAMP। অভিষেকের সভায় যোগ দিতে গাড়ির বনেটে চড়ে এলেন বাসন্তীর তৃণমূল নেতা। দুর্ঘটনা ঠেকাতে বসেছিলাম, সাফাই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নুর ইলাহি গাজির। চাঁচলের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। বললেন, চার মাস পর বিচার হবে তৃণমূল কংগ্রেসের। ‘পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। দল…

