ভোটার তালিকায় গরমিলের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন

কলকাতা: ফের এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘বিজেপি নিয়ে এসেছে এসআইআর, মানুষ করবে এফআইআর’। আজ থেকেই ভোটপ্রচার ঝড় অভিষেকের। চলতি মাসেই করবেন ২৬টি সভা। আজ বারুইপুরের মঞ্চে চমক। মঞ্চ থেকে মানুষের কাছে পৌঁছতে থাকছে RAMP। অভিষেকের সভায় যোগ দিতে গাড়ির বনেটে চড়ে এলেন বাসন্তীর তৃণমূল নেতা। দুর্ঘটনা ঠেকাতে বসেছিলাম, সাফাই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নুর ইলাহি গাজির।

চাঁচলের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। বললেন, চার মাস পর বিচার হবে তৃণমূল কংগ্রেসের। ‘পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। দল ভেবেছিল এক একটা মুখকে সামনে আনি’, স্বমহিমায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

অভয়ার ন্যায়বিচারের লড়াই দেখতে পাচ্ছি না। আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। লড়াই চালাতে শুভানুধ্যায়ীদের কাছে চাইলেন অর্থসাহায্য। সুপ্রিম কোর্টের রায়ের পরেও বসে রয়েছে রাজ্য। রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ছবি। এখনও পাইনি পোস্টিং নিয়ে কোনও নির্দেশিকা, প্রতিক্রিয়া অনিকেত মাহাতোর।

পুর নিয়োগে দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট CBI-এর। অভিযুক্ত DLB বিভাগের তৎকালীন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। ৮ পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরির উল্লেখ। মন্ত্রীর চন্দ্রনাথ সিংহ ও তাঁর পরিবারের ৩ কোটি ৬০ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED. বোলপুরের ১৩টি জায়গায় মন্ত্রীর ৪টি ফ্ল্যাট, বিপুল পরিমাণ জমি বাজেয়াপ্ত।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইনদওরের পানীয় জল দূষিত। পান করে অন্তত ১৫ জনের মৃত্যু, অভিযোগ স্থানীয়দের, হাসপাতালে ২০০-র বেশি। তদন্তে মানবাধিকার কমিশন। সর্বনিম্ন তাপমাত্রা দেড় ডিগ্রি বাড়লেও শীতের কলকাতায় হিমেল হাওয়া। দেশজুড়ে বিভিন্ন শহরে কুয়াশার দাপট। বরফে শরীর ঢেকেছে পুঞ্চের মুখোমুখি পীরপঞ্জাল।

(Feed Source: abplive.com)