Swastika-Paoli: এক দশক পর একসঙ্গে! ডার্ক কমেডিতে স্বস্তিকা-পাওলি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুজন সামাজিক ভাবে পিছিয়ে পড়া বা স্বনির্ভর নন, এমন মহিলা কী করে নিজেদের বিরূপ পরিস্থিতির মধ্যে থেকে নিজেদের জীবনে ভালো থাকার রাস্তা খুঁজে নেয় সেই গল্প বলে অর্জুন দত্তের ছবি ‘বিবি পায়রা’। নিজেদের ভালো থাকার এই অভিযানে অসংখ্য ঝুঁকির সম্মুখীন হন তাঁরা, নিজেরা তো ফাঁসেই, চারপাশে থাকা মানুষদেরও সমস্যায় ফেলে তাঁরা বারবার। কিন্তু এই ঝুঁকি পূর্ণ অভিযানে কি আদৌ সমস্ত বাধা পেরিয়ে ভালো থাকতে পারে এই দুজন? নাকি নিজেদের জালে নিজেরাই ফেঁসে যায়? সেই…