মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে শ্য়ুটিং-এর অজানা কথা, শেয়ার করলেন ঋক-রাজনন্দিনী

মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে শ্য়ুটিং-এর অজানা কথা, শেয়ার করলেন ঋক-রাজনন্দিনী

কলকাতা:  আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) ছবি ‘ওহ লাভলি’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী ,ঋক আর অবশ্য়ই মদন মিত্র। কেমন ছিল মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা?  সেটাই এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন  ঋক ও রাজনন্দিনী।

ঋক জানালেন,  ‘ছবির সেটে আমরা মদনদাকে একজন অভিনেতা হিসেবেই পেয়েছি, রাজনীতিক হিসেবে নয়। আর সেটে উনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আসতেন। কাজ করতে গিয়ে কখনও মনে হয়নি কোনও নতুন অভিনেতার সঙ্গে কাজ করছি।’

অন্য়দিকে রাজনন্দিনী জানালেন, ‘ সেটে একেবারেই একজন সাধারণ অভিনেতার মতই ছিলেন মদন মিত্র। সবার সঙ্গে মিলেমিশেই উনি কাজ করেছিলেন।’

এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজনন্দিনী জানালেন, ‘পরিচালক হরনাথ চক্রবর্তী তাঁর প্রতি অসম্ভব যত্নশীল ছিলেন। বোলপুরে শ্য়ুটিং করতে গিয়ে আমার ঠাণ্ডা লেগে জ্বর আসে, সেইসময় উনি সর্বোত ভাবে আমার পাশে ছিলেন। এর পাশাপাশি আমাকে আর ঋককে কাজ করার যথেষ্ট স্পেস দিয়েছিলেন তিনি, ফলে কাজ করতে কোনওরকম অসুবিধেই হয়নি।’

প্রসঙ্গত রাজনন্দিনীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ঋক বলেন, ‘রাজনন্দিনী একজন অভিজ্ঞ অভিনেত্রী, আমার মত নবাগতকে ও ভিষণ সহযোগীতা করেছিল, তাই কাজটাও আস্তে আস্তে সহজ হয়ে যায়, আর আমাদের বন্ধুত্বটাও জমে ওঠে।’

পাশাপাশি মদন মিত্রর (Madan Mitra) ‘ওহ লাভলি’ গানের কথা কীভাবে মাথায় এল পরিচালকের? উত্তরে হরনাথ চক্রবর্তী বলেন, ‘ এই ছবির একটি গানের শ্য়ুটিং-এর সময়ই মাথায় আসে যে মদনদা যখন ছবিতে আছে, তখন ওঁর গানটাও রাখা যায়। পরবর্তী সময়ে মদনদার (Madan Mitra) গলায় গানটি রেকর্ড করা হয় ও দর্শক এটির ভূয়সী প্রশংসা করেন।’

পাশাপাশি তিনি আরও জানান, ‘এই ছবিতে প্রেমের গল্প দেখানো হলেও ছবির শেষে রয়েছে বিশেষ ট্য়ুইস্ট। ছবির প্রত্য়েকটি গান ইতিমধ্য়েই পছন্দ করেছে দর্শক। তাই আমার ধারণা সব ধরণের দর্শকেরই এই ছবি ভাল লাগবে।’

‘ওহ লাভলি’ ছবিতে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মত অভিনেতারাও রয়েছেন। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

(Feed Source: abplive.com)