Soumitra Chatterjee: শেষবারের মতো বড় পর্দায় সৌমিত্র! মুক্তি পেতে চলেছে ‘শুধু যাওয়া আসা’…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কপিরাইট সমস্যার মিথ্যে কেসের বেড়াজাল কাটিয়ে মুক্তি পেতে চলেছে ‘শুধু যাওয়া আসা’। সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়-এর শেষ ছবি ‘শুধু যাওয়া আসা’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রহর গুনছে। মনোজ মিত্রের লেখা এই কাহিনী কথা বলে সেই সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের সম্পর্কে যাদের পৃথিবীতে কেউ নেই এবং যে সামান্য পরিসরে তারা বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন। এই ধরনের সংকটের মধ্যে দিয়ে আনন্দ ও দুঃখের দোলা দর্শককে দুই ঘণ্টা ধরে রাখবে। ২০১৬-১৭ সালে ছবিটি শুরু হয়েছিল। তবে নানা কারণে…