SSC: শিক্ষক নিয়োগের নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত! চারটি বিষয়ের নিরিখেই হবে পুরো প্যানেল
লিখিত পরীক্ষা কত নম্বরে হবে, ইন্টারভিউয়ের জন্য কত নম্বর বরাদ্দ হবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস বা অভিজ্ঞতার জন্য কত নম্বর থাকবে তা নিয়ে আজ চূড়ান্ত বৈঠকে বসতে চলেছে রাজ্য। চূড়ান্ত হলেই আজ নিয়োগ বিধির নোটিফিকেশন জারি হবে। কলকাতা: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর ও অভিজ্ঞতা এই চারের নিরিখেই হবে পুরো প্যানেল। নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত। নবান্নে তরফে অনুমোদন এলেই আজই স্কুল শিক্ষা দফতর নিয়োগবিধির বিজ্ঞপ্তি জারি করবে। নতুনরাও আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। Omr…









