উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, বিজ্ঞপ্তি জারি করল SSC, কবে হবে? জানুন

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, বিজ্ঞপ্তি জারি করল SSC, কবে হবে? জানুন

প্রাথমিক পরীক্ষার বিজ্ঞপ্তি জারির পর এবার উচ্চমাধ্যমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ প্রাথমিকে নিয়োগের কথা আগেই জানিয়েছিলেন। পুজোর আগেই ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতোই ১৫৮৫ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকার জন্য বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে এবং তা চলবে টেস্ট শেষ না হওয়া পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীরা ১৪ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইট থেকে (www.westbengalssc.com) ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। ইন্টারভিউয়ের জন্য চাকরিপ্রার্থীদের সমস্ত ধরনের আসল নথি নিয়ে যেতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অন্যদিকে, যদি কোনও প্রার্থীর নথি অমিল থাকে বা ভুল থাকে তাহলে তাকে বাতিল করা হবে। এছাড়াও নির্ধারিত দিনে প্রার্থীরাও উপস্থিত না থাকলে তাদেরকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। এমনকি দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে তারপরে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে কমিশন সূত্রের খবর। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা পুজোর আগে নিঃসন্দেহে চাকরিপ্রার্থীদের কাছে বড় উপহার।