রাজ্য পুলিশের অভিনব উদ্যোগ, চাকরি প্রার্থীদের ভয় কাটাতে এবার মহড়া ইন্টারভিউ

রাজ্য পুলিশের অভিনব উদ্যোগ, চাকরি প্রার্থীদের ভয় কাটাতে এবার মহড়া ইন্টারভিউ

কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এরই মাঝে শারীরিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও চলছে জোর কদমে। আর এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে ইন্টারভিউ বোর্ড গঠন করে চারজন ইন্টারভিউয়ারের সামনে বসা। সত্যিকারের ইন্টারভিউ অবশ্য নয়, এ হচ্ছে মহড়া ইন্টারভিউ। তবে এখানে ইন্টারভিউ-এ পাশ করলেই নিয়োগের ছাড়পত্র মিলবে না। কারণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ভয় ভাঙাতেই এমন মহড়া ইন্টারভিউ-এর আয়োজন করা হয়েছে পুলিশ লাইনে। আর সেই মহড়া ইন্টারভিউ দিতেই মালদহের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের পুলিশ লাইনেও চাকরিপ্রার্থীদের ভিড়।

সদ্য প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে নিয়োগ শুরু হবে রাজ্য পুলিশের এস আই ও কনস্টেবল পদে। ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ে শামিল হবে বলে পুলিশ সূত্রে খবর। আর সেই ইন্টারভিউয়ের ভীতি কাটানোর জন্যই মহড়া ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে মালদহে এবং দক্ষিণ দিনাজপুরে পুলিশের তরফে। মালদহ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ‘রাজ্য পুলিশের কনস্টেবল, এসআই পদের জন্য ইন্টারভিউয়ের মহড়ার আয়োজন করা হয়েছে। এর ফলে চাকরিপ্রার্থীদের সুবিধা হয়েছে। মহড়ায় সারা মিলছে বেশ ভালোই।’

প্রায় ৫০ জন চাকরিপ্রার্থী এই ইন্টারভিউতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন তিনি। অতীতে শারীরিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা পাস করেও ইন্টারভিউয়ে এগিয়ে আটকে গেছেন বহু চাকরি প্রার্থী। কারণ এর আগে বহু ক্ষেত্রেই ইন্টারভিউ দিতে গিয়ে হোঁচট খেয়েছে অনেক চাকরি প্রার্থী। যাতে নির্ভয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তারা, তার জন্যই ইন্টারভিউয়ের মহড়া নেওয়া হয়েছে। একজন চাকরিপ্রার্থী জানিয়েছেন, সমাজ মাধ্যমে পুলিশের মহড়া ইন্টারভিউয়ের কথা শুনেই তিনি ওখানে হাজির হয়েছেন ইন্টারভিউ দিতে। সত্যিকারের ইন্টারভিউয়ের আগে এই মহড়া ইন্টারভিউ তাকে অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। পুলিশের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরী প্রার্থী থেকে শুরু করে নাগরিক সমাজের অনেকেই।

(Feed Source: hindustantimes.com)