Stagecraft Awards 2025: নায়ক নয়, ছায়া নায়কদের মঞ্চ? পর্দার নেপথ্যে থাকা অজ্ঞাত নায়কদের সম্মান জানাল স্টেজক্রাফ্ট ফাউন্ডেশন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রাতে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে আয়োজিত করা হয় স্টেজক্রাফ্ট অ্যাওয়ার্ড ২০২৫। তারকা, শিল্পী ও শিল্পের নানা স্তরের মানুষের উপস্থিতিতে এদিন সম্মান জানানো হল বিনোদন জগতের সেই কর্মযোদ্ধাদের, যাঁরা সামনে থেকে নয়, পর্দার আড়ালে থেকে প্রতিটি পারফরম্যান্সকে সফল করে তোলেন। স্টেজক্রাফ্ট ফাউন্ডেশনের আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন পদ্মভূষণ উষা উত্থুপ। মঞ্চের আড়ালের সৃজনশীল মানুষদের সম্মানিত করতেই তাঁর এই উদ্যোগ। অনুষ্ঠানটির মুখপাত্র হিসেবে এ বছরও ছিলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অষ্টম…




