জুবিন গর্গ খুনে অভিযুক্ত চার, ‘আদালত ন্যায় দেবে’, চার্জশিট পেশের পর বললেন অসমের মুখ্যমন্ত্রী
গুয়াহাটি: সিঙ্গাপুরে শো করতে গিয়ে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে সাঁতার কাটতে গিয়ে মারা যান জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যু স্বাভাবিক নয়, বরং সেটি খুন বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেই বিশেষ দলটি শুক্রবারই গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা করে। বিরাট বিরাট চারটি ট্রাঙ্কে করে কয়েকশো সাক্ষীর বয়ানের ভিত্তিতে একটি কয়েক হাজার পাতার বিরাট চার্জশিট জমা করে তদন্তকারী কমিটি। সেই…









)