Zubeen Garg Death Case: জ়ুবিনের খুনি কারা? তাদের কি ফাঁসির সাজা? রহস্য বাড়িয়ে তিন পেটি ভর্তি চার্জশিট পেশ করল SIT! এবার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়ে গায়ক জুবিন গর্গকে (Zubeen Garg)। একথা আগেই ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। শুক্রবার, ১২ ডিসেম্বর গুয়াহাটির আদালতে চার্জশিট জমা দিয়েছে গায়কের রহস্যজনক মৃত্যুর তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (SIT) । এই চার্জশিটে চারজন অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত।…




