৫ বছরে ৪ হাজার নতুন স্কুল নির্মাণ! বড় সিদ্ধান্ত নিল অসম সরকার

৫ বছরে ৪ হাজার নতুন স্কুল নির্মাণ! বড় সিদ্ধান্ত নিল অসম সরকার

আগামী পাঁচ বছরে ৪ হাজার অত্যাধুনিক স্কুল নির্মাণ করা হবে অসমে। রবিবার এমনই ঘোষণা করল অসম সরকার। সর্বকালের সেরা উদ্যোগ নিল অসম সরকার।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার শিক্ষামন্ত্রী রনোজ পেগু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের রোডম্যাপ নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করেন।

২০২৮ সালের মধ্যে ৪ হাজার অত্যাধুনিক স্কুল তৈরি করা হবে, যার অর্থ আগামী পাঁচ বছরের জন্য প্রতিদিন দুটি নতুন স্কুল তৈরি করা হবে। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) চুক্তি পদ্ধতি ব্যবহার করে রাজ্যে ১২৬ টি নতুন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এই বৈঠক করা হয়।

রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “চুক্তির ইপিসি পদ্ধতি ব্যবহার করে মোট ৪ হাজার স্কুল তৈরি করা হবে।পর্যায়ক্রমে প্রায় ৪ হাজার মাধ্যমিক বিদ্যালয় দ্রুত নির্মাণের জন্য চুক্তির ইপিসি পদ্ধতি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ দিন অশমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশির্বাদে অসম রাজ্যে স্কুল নির্মাণের জন্য সবচেয়ে বড় একটি প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ২০২৮ সালের মধ্যে

৪ হাজার অত্যাধুনিক স্কুল নির্মাণ করা হবে। অর্থাৎ আগামী ৫ বছরের জন্য প্রতিদিন ২টি করে নতুন স্কুল যুক্ত করা হবে।’

(Feed Source: hindustantimes.com)