‘খাদান’-এর প্রচারে ঘুরছেন দুর্গাপুর, বর্ধমানে, তার ফাঁকেই তারাপীঠ মন্দিরে পুজো দিলেন দেব
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: চলতি মাসের শেষের দিকেই আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘খাদান’ (Khadaan)। আর সেই ছবির প্রচারেই এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দেব (Dev)। সঙ্গে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও টিমের অন্যান্য সদস্যরা। সদ্য দুর্গাপুরে প্রচারে গিয়েছিলেন তাঁরা। আর আজ বর্ধমানে তাঁদের প্রচারে যাওয়ার কথা। এর মধ্যেই সময় বের করে শুক্রবার সকাে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় নিজেও এই ছবি শেয়ার করে নিয়েছেন দেব। মূল ধারার ছবির মধ্যে অন্যতম বড় রিলিজ হল ‘খাদান’। অভিনেতা প্রযোজকের আশা,…

