Tollywood News: দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে ‘খাদান’! কোথায় প্রথম মুক্তি পাচ্ছে, জেনে নিন
Tollywood News: দুবাইয়ের পর একে একে অন্যান্য দেশেও রিলিজ করবে ‘খাদান’। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত দেব। News18 কলকাতা: বাংলায় এবং গোটা দেশে মুক্তির পর এবার আন্তর্জাতিক স্তরে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘খাদান’। শুরুটা হচ্ছে দুবাই দিয়ে। আগামী ২৫শে জানুয়ারি দুবাইতে মুক্তি পাবে দেব অভিনীত অ্যাকশন থ্রিলার। হাজির থাকবেন দেব, যিশু সেনগুপ্ত-সহ ছবির বেশ কয়েকজন সদস্য। দুবাইয়ের পর একে একে অন্যান্য দেশেও রিলিজ করবে ‘খাদান’। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত দেব। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে মুক্তি পেয়েছে ‘খাদান’। ৩ জানুয়ারি,…










